অমর একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে তরুণ লেখক মো. আব্দুন নূরের প্রথম কাব্যগ্রন্থ ‘রক্তাক্ত রক্ত’। বইটির প্রচ্ছদ করেছেন মো. তারেক আলী। প্রকাশ করছে সমীক্ষণ।
সমীক্ষণ থেকে জানা যায়, প্রকাশিতব্য বইটি অমর একুশে বইমেলায় লেখাচিত্র প্রকাশনীর ৮০২ নম্বর স্টলে পাওয়া যাবে। বইটির মলাট মূল্য ২০০ টাকা।
লেখক বলেন, ‘এটি এমন চেতনাবাহী কবিতার সংগ্রহ, যা মানবতার যন্ত্রণা ও প্রতিবাদের প্রতিফলন। অধিকাংশ কবিতায় অন্ধকারাচ্ছন্ন এক অতীতের বর্ণনা উঠে এসেছে। যেখানে রক্তের বিনিময়ে শোষক শক্তিকে রুখে দিতে দীর্ঘদিন লড়েছে দেশের মানুষ। কবিতাগুলো কেবল দুঃখ ও বেদনার মধ্যে সীমাবদ্ধ নয় বরং তার মধ্যে এক অদম্য আশা এবং ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস নিহিত।’
মো. আব্দুন নূর পড়াশোনা করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে। তিনি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক। দৈনিক পত্রিকায় সমসাময়িক বিষয়ে নিয়মিত কলমের স্বাক্ষর রাখেন। লেখালেখির মধ্যেই খুঁজে পান অস্তিত্বের প্রকৃত সুর।
এসইউ/এএসএম