আব্দুল্লাহ মো. তাহেরকে নিয়ে ইলিয়াসের বক্তব্যের নিন্দা জামায়াতের

2 weeks ago 16

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সম্পর্কে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের বক্তব্যের নিন্দা জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি জনাব মতিউর রহমান আকন্দ।

রোববার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে এ নিন্দা জানান তিনি। 

বিবৃতিতে তিনি বলেন, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে ‘আসিফ নজরুল মন্ত্রণালয়ের কাজ বাদ দিয়ে ইউটিউবারদের পেছনে দৌঁড়াচ্ছেন’ শিরোনামে প্রচারিত ভিডিও’র এক জায়গায় ‘জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ভারতের লবিং মেইনটেইন করেন’ বলে যে মন্তব্য করেছেন তা আদৌ সঠিক নয়। এ ব্যাপারে আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো- জামায়াতে ইসলামী একটি আদর্শিক দল। জামায়াতে ইসলামীর সকল কার্যক্রম প্রকাশ্য। শুধু ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের নন, জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মী অন্য কোনো দেশের লবিং মেইনটেইন করে চলেন না। 

এতে বলা হয়, জামায়াতের প্রত্যেক নেতাকর্মী দলীয় আদর্শের ভিত্তিতে পরিচালিত হন। জামায়াতে ইসলামীর কোনো নেতা বা কর্মীর দেশ-বিদেশের কারোর সঙ্গে লবিং করে চলার কোনো সুযোগ নেই। তাই জামায়াতে ইসলামী সম্পর্কে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় এ জাতীয় মন্তব্য প্রচার করা থেকে বিরত থাকার জন্য আমরা সকল মহলের প্রতি আহ্বান জানাচ্ছি।  

Read Entire Article