নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রপাতে মোকাররম মোল্লা (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) বিকেলে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাচঁগাও মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মোকাররম ওই এলাকার উকিল উদ্দিনের ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।
এলাকাবাসী জানায়, বিকেলে বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বাতাস বইতে শুরু করে। এ সময় মোকাররম আম কুড়াতে যান। এক পর্যায়ে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে অড়াইহাজার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কামাল হোসেন বলেন, হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন বলেন, মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে।
মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জেআইএম