আম পাড়তে গিয়ে ডোবায় পড়ে ২ শিশুর মৃত্যু

3 months ago 38
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাটি ভরাটের জন্য খনন করা ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) রাত পৌনে ৮টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৭নং ওয়ার্ড মধ্যম ভূমিরখীল গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো- একই গ্রামের মোহাম্মদ ইলিয়াসের ছেলে মোহাম্মদ আনাস (৭) ও মো. ফোরকানের ছেলে ইয়াছিন আরফাত (৫)। নিহত শিশু দুটি সম্পর্কে চাচাতো ভাই। স্থানীয় ইউপি সদস্য মো. দিদারুল আলম জানান, তারা ভূমিরখীল রাইজিং স্কুলের পূর্ব পাশে সাবের সওদাগরের নতুন বাড়ির বাসিন্দা। শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে তারা নিখোঁজ হয়েছিল। এরপর তাদের সম্ভাব্য অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে রাত পৌনে ৮টার দিকে বাড়ির পাশের একটি ডোবা থেকে তাদের নিথর দেহ উদ্ধার হয়। তিনি বলেন, ডোবাটি বাড়ির মাটি ভরাটের জন্য খনন করা হয়েছিল। তার পাশেই একটি আম গাছ রয়েছে। পরিত্যক্ত ডোবাটি শুকনো অবস্থায় ছিল, তবে কয়েকদিনের বৃষ্টিতে পানি ভর্তি হয়ে সমতলের সঙ্গে একাকার হয়ে গেছে। শিশু দুটি দুর্ঘটনাবশত সেখানে পড়েই প্রাণ হারিয়েছে। সম্ভবত আম পাড়ার চেষ্টা করেছিল তারা। তাদের একজনকে উদ্ধার করে হাসপাতালেও নেওয়া হয়েছিল। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, ডোবায় পড়ে দুই বাচ্চার মৃত্যুর খবর শুনেছি। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় এই ব্যাপারে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি।  
Read Entire Article