আমান গ্রুপের ৪ পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

1 month ago 8

প্রায় ৪৮০ কোটি টাকা খেলাপি ঋণের মামলায় আমান গ্রুপের চার পরিচালকের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার অর্থঋণ আদালত। নিষেধাজ্ঞা প্রাপ্তরা হলেন- মো. রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, তৌফিকুল ইসলাম এবং তরিকুল ইসলাম।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকার ৫ নাম্বার অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, আমান গ্রুপের খেলাপি ঋণ আদায়ে ঢাকার ৫ নাম্বার অর্থঋণ আদালতে ৭টি মামলা দায়ের করে ব্যাংক এশিয়া। এ ৭টি মামলায় মোট খেলাপি ঋণের পরিমাণ ৪৭৯ কোটি ১০ লাখ ৭৩ হাজার ৫০৩ টাকা। আমান গ্রুণের সহযোগী প্রতিষ্ঠান মেসার্স ইসলাম ব্রাদার্স অ্যান্ড কোম্পানির নামে দায়েরকৃত অর্থঋণ মামলায় বাদী ব্যাংক এশিয়ার আবেদনের প্রেক্ষিতে উভয়পক্ষে শুনানি শেষে ঋণ খেলাপি ব্যক্তিদের বিরুদ্ধে এ দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। 

আরও জানা যায়, কয়েক দফা ঋণ পুনঃতপশিলের পরও আমান গ্রুপের প্রতিষ্ঠানসমূহ বিপুল পরিমাণ খেলাপি ঋণ পরিশোধ না করায় ইচ্ছাকৃত ঋণখেলাপি হিসেবে আদালতের অনুমতি ব্যতিত দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা প্রাপ্তরা যেন দেশত্যাগ করতে না পারেন তার ব্যবস্থা গ্রহণের জন্য ইমিগ্রেশনকে নির্দেশ দিয়েছেন আদালত। 

এছাড়া সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা যায়, ইউসিবি ব্যাংকের দায়ের করা অপর আরেক মামলায় ঢাকা এলুমিনিয়াম ওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পারিচালক একেএম জাকারিয়া হোছাইন চৌধুরীর বিরুদ্ধেও দেশত্যাগে নিষেধাজ্ঞা করেছেন একই আদালত।

Read Entire Article