‘আমার মা মারা গেছেন, গ্রেফতার করবেন না, একদিন সময় দেন’

3 months ago 77

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে করা মামলায় পলাতক ছিলেন কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়ন পরিষদের সদস্য আবু বক্কর ছিদ্দিক বাবুল (৪০)। খোঁজ পেয়ে তাকে গ্রেফতার করতে গেলে তিনি একটি পুকুরে ঝাঁপ দেন। সেখানে দাঁড়িয়ে মায়ের কুলখানির জন্য একদিন সময় চান বাবুল। তবে স্থানীয়দের সহায়তায় বাবুলকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের আগে পুলিশকে হাতজোড় করে বাবুল বলেন, ‘আমার মা মারা গেছেন, কাল কুলখানি। আজ গ্রেফতার করবেন না, একদিন সময় দেন।’

সোমবার (১২ মে) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। গ্রেফতার আবু বক্কর ছিদ্দিক বাবুল খুরুশকুল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য।

বাবুলকে গ্রেফতারের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, কক্সবাজার সদর থানার কর্মকর্তা নুর মোহাম্মদের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতারে চেষ্টা চালায়। পুলিশ দেখে আত্মরক্ষায় বাবুল পুকুরের নেমে মাঝ বরাবর দাঁড়িয়ে পুলিশকে হাতজোড় করে বলেন, ‘আমার মা মারা গেছেন, কাল কুলখানি। আজ গ্রেফতার করবেন না, একদিন সময় দেন।’ তবে পুলিশ তার অনুরোধ রাখেনি। স্থানীয়দের সহায়তায় তাকে পুকুর থেকে তুলে থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি সদস্য বাবুলের মা গত ৮ মে মারা যান। ১৩ মে তার কুলখানি হওয়ার কথা রয়েছে। এমন পরিস্থিতিতে তিনি পুলিশকে অনুরোধ করেছিলেন যেন কুলখানির দিন পর্যন্ত তাকে গ্রেফতার না করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান জানান, জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্রদের মিছিলে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় ইউপি সদস্য বাবুলও একজন অভিযুক্ত। তিনি পলাতক থাকায় এবং মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আইন সবার জন্য সমান, তাই তার অনুরোধ রাখা সম্ভব হয়নি।

সায়ীদ আলমগীর/কেএসআর

Read Entire Article