আমি এখনো বডি ক্যামেরার দাম জানি না, আপনারা জানেন কীভাবে

3 hours ago 3

আগামী সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারীদের জন্য বডি ক্যামেরা কিনতে এখনো দাম নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সেই সঙ্গে তিনি এ সংক্রান্ত পত্রিকার প্রতিবেদনে দামের বিষয়টি কীভাবে জানা গেছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

সোমবার (২০ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ প্রশ্ন তুলেন। বডি ক্যামেরা কেনার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বডি ক্যামেরা এমন না যে বাজারে গেলাম, কিনে নিয়ে আসলাম। এজন্য যে পদ্ধতি আছে সে অনুযায়ী কেনা হবে।

পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে অতিরিক্ত দামে বডি ক্যামেরা কেনা হচ্ছে।‌ এক একটা ক্যামেরার দাম এক লাখ টাকা। এ বিষয়ে প্রশ্ন করা হলে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি এখন পর্যন্ত দাম জানি না। আপনারা জানেন কীভাবে? তবে ৪০০ কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে। এরপর নেগোসিয়েশন হবে, তখন দাম নির্ধারণ হবে। এটা নিয়ে দামাদামি হবে, তারপর একটা মূল্যে আনা হবে।’

নির্বাচনের জন্য বডি ক্যামেরা কেনার বিষয়টি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতে উঠলেও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতে এখনো ওঠেনি বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটিতে নির্বাচন নিয়ে কী আলোচনা হয়েছে- জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি, আমাদের ট্রেনিং, সেটার অগ্রগতি কতটুকু হলো, এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমাদের শিডিউলের মধ্যে যেন প্রস্তুতিটা শেষ করতে পারি।’

আরও পড়ুন
স্বরাষ্ট্র উপদেষ্টা: খুব তাড়াতাড়ি বিমানবন্দরের ই-গেট খুলে দেওয়া হবে
বগুড়ায় সারজিস আলমের অনুষ্ঠান ঘিরে ককটেল নিক্ষেপ
নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলায় উদ্বেগ নেই: ইসি সচিব

পুলিশের প্রশিক্ষণ
নির্বাচনের আর মাত্র চার মাস বাকি। এসময়ের মধ্যে পুলিশ প্রশিক্ষণ নিয়ে দায়িত্ব পালন করতে পারবে কি না- জবাব উপদেষ্টা বলেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার সক্ষমতার কথা বলেছেন। উনি পারবেন, সেটা বলেছেন। আমাদের পক্ষে নির্বাচন করা নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না।

নির্বাচন নিয়ে কোন কোন জায়গায় সংশয় বা চ্যালেঞ্জ আছে- এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, এর আগে কোনো নির্বাচনে প্রশিক্ষণের ব্যবস্থা ছিল না। এবছর সংশয় আছে দেখেই পুলিশের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। এছাড়া যারা গত তিন নির্বাচনে দায়িত্ব পালন করেছেন, তাদের দূরে রাখার চেষ্টা করছি।

সম্প্রতি আইজিপি বলেছেন যে সঠিক সময়ে যদি নির্বাচন না হয় তাহলে বাংলাদেশ ঝুঁকির মধ্যে পড়তে পারে। এ প্রসঙ্গে উল্লেখ করলে উপদেষ্টা বলেন, আইজিপি যদি বলে থাকেন, আমি সেটা সাপোর্ট করবো। আর বাংলাদেশে ঝুঁকির কোনো অভাব আছে? বহু ধরনের ঝুঁকি থাকতে পারে। কোনটা বলবো?

বিমানবন্দরে আগুনের কারণ
উপদেষ্টা বলেন, আগুনের বিষয়ে গতকাল (রোববার) একটা বৈঠক হয়েছে। সেখানে আমি ছিলাম না। তবে সেখানে অনেকগুলো কমিটি করে দেওয়া হয়েছে। কী কারণে দুর্ঘটনা হলো সেটা তারা তদন্ত করবে। তারপর আমরা জানতে পারবো কী কারণে হয়েছে। তদন্তের আগে আমি বলতে পারবো না।

আরএমএম/একিউএফ/এএসএম

Read Entire Article