গত ৯ আগষ্ট পশ্চিমবঙ্গের প্রথম সারির মেডিক্যাল কলেজ ও হাসপাতাল আরজি করে এক শিক্ষানবিশ নারী চিকিৎসককে কর্মস্থলে নৃশংসভাবে ধর্ষণের পর হত্যা করা হয়। এই ঘটনায় অভিযুক্ত আর জি করের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার সাবেক ওসি অভিজিৎ মন্ডল জামিন পেয়েছেন।
গত ১৪ আগস্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) তথ্য প্রমান লোপাটসহ দেরিতে অভিযোগ দায়ের করা ছাড়াও একাধিক অভিযোগে তাদেরকে গ্রেফতার করে।
৯০ দিনেরও বেশি সময় ধরে হেফাজতে রাখার পরেও সিবিআই তাদের বিরুদ্ধে কোনো চার্জসিট জমা দিতে পারেনি। ফলে এই দুই অভিযুক্তকে ২ হাজার রুপির ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে সিবিআইয়ের বিশেষ আদালত।
আরজি করের ঘটনায় সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মন্ডল জামিন পাওয়ায় ফের রাজ্যজুড়ে শুরু হয়েছে প্রতিবাদি মিছিল, মিটিং ও অবরোধ।
শনিবার (১৪ ডিসেম্বর) জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সিবিআইয়ের সদর দপ্তর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ঘেরাও অভিযান চলে। এছাড়াও কলকাতার মহাত্মা গান্ধী রোড অবরোধ করে স্টুডেন্ট ফেডারেশন অব ইন্ডিয়া। কলকাতার বিভিন্ন স্থানে রাস্তা অবরোধের ঘটনা ঘটেছে। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন চিকিৎসকদের সংগঠনগুলো।
- আরও পড়ুন:
- আর জি কর কাণ্ড/ পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন নিহতের মা-বাবা
- তরুণ চিকিৎসকদের নতুন কর্মসূচি, পাশে থাকবেন ভুক্তভোগীর মা-বাবা
দুই প্রধান অভিযুক্ত জামিন পাওয়ায় হতাশ ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার নারী চিকিৎসকের পরিবারের সদস্যরা।
নির্যাতিতার মা বলেন, আমরা হতাশ। বলার মতো কথা নেই। সিবিআই ৯০ দিনের মধ্যে চার্জশিট দেয়নি। তাই জামিন হয়ে গেছে।
তিনি আরও বলেন, আমার কি বলার আছে। আমি তো সিবিআই নই। তাহলে আমি করে দিতাম। চূড়ান্ত হতাশ আমরা।
ডিডি/টিটিএন