আরিয়ান একদম সুইটহার্ট: ঈশিকা দে

2 hours ago 4

ছবি শিকারিদের সামনে বরাবরই গম্ভীর মুখ তার। শাহরুখ-পুত্র আরিয়ান খান কি কখনও হাসেন না? এই প্রশ্ন বহুবার উঠেছে দর্শক ও অনুরাগীদের মধ্যে। কিন্তু ক্যামেরার বাইরের আরিয়ান নাকি একেবারেই উল্টো মানুষ। হাসিখুশি, আন্তরিক ও মাটির মানুষ। এমনই দাবি করলেন ভারতীয় বাংলার অভিনেত্রী ঈশিকা দে। যিনি সম্প্রতি অভিনয় করেছেন আরিয়ানের পরিচালনায় তৈরি ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এ।

চরিত্রের দৈর্ঘ্য স্বল্প হলেও সিরিজের ক্লাইম্যাক্স দৃশ্যে দর্শকদের চমকে দিয়েছেন ঈশিকা। 

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, আরিয়ান একদম ‘সুইটহার্ট’। মাটিতে পা রেখে চলতে জানেন। খুব আন্তরিক পরিচালক।

শাহরুখ খানের ছেলে হয়েও সেটে কোনো বিশেষ তকমা বয়ে বেড়ান না আরিয়ান, জানালেন ঈশিকা। 

এক ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা একটা ঘরে শুট করছিলাম। পাঁচটা চেয়ার, অথচ অভিনেতা দশজন। তখন আরিয়ান ঘরে ঢুকে প্রথমেই মাটিতে বসে পড়েন। শাহরুখ-পুত্র বলে কোনও অহঙ্কার নেই ওর মধ্যে। ক্যামেরার সামনে গম্ভীর মুখ, কিন্তু বাস্তবে খুবই মিষ্টি ও শিশুসুলভ।‘

তবে প্রথমে আরিয়ানকে নিয়ে ইতিবাচক ধারণা ছিল না তার। ঈশিকা আরও বলেন, ‘অডিশনের আগে আমি খুব একটা উত্তেজিত ছিলাম না। ভাবিনি সুযোগ পাব। কিন্তু ভাগ্য সহায় ছিল। বলিউডে বহিরাগত হয়েও ক্লাইম্যাক্স দৃশ্যে অভিনয়ের সুযোগ পাওয়া আমার কাছে বড় প্রাপ্তি।‘

সিরিজটির প্রযোজনা করেছেন গৌরী খান ও শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ। আরিয়ানের মধ্যে বাবার বেশকিছু গুণও খুঁজে পেয়েছেন ঈশিকা।

তার কথায়, ‘দু’জনেই আন্তরিক, পরিশ্রমী। আর আরিয়ানও শাহরুখের মতোই উষ্ণভাবে আলিঙ্গন করেন। শুটিং শেষে তিনি সবাইকে জড়িয়ে ধরতেন। সেটে প্রত্যেকের প্রতিই ছিল তর শ্রদ্ধা ও ভালোবাসা।’

Read Entire Article