আরেক দেশের ২ মুসলিম নেতাকে হত্যা করল ইসরায়েল

2 months ago 6
যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে দুই দফায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হিজবুল্লাহর দুই কর্মী নিহত হয়েছেন। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।  বৃহস্পতিবার (২৬ জুন) আইডিএফ জানায়, তারা দক্ষিণ লেবাননের বিমান হামলায় দুই হিজবুল্লাহ কর্মীকে হত্যা করেছে। হামলা দুটি পৃথকভাবে পরিচালনা করা হয়। আইডিএফের এক বিবৃতি অনুসারে, আজ দক্ষিণ লেবাননে দুই ঘণ্টার ব্যবধানে পৃথক বিমান হামলা করা হয়। লক্ষ্যবস্তুর মধ্যে একজন ছিলেন হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর একজন কমান্ডার। তিনি  বারাচিত এলাকায় বিমান হামলায় নিহত হন। এর কিছুক্ষণ পরেই বেইত লিফ এলাকায় হিজবুল্লাহ গ্রুপের পর্যবেক্ষণ ইউনিটের একজন সদস্যকে লক্ষ্য করে দ্বিতীয় হামলা চালানো হয় এবং নিহত হন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী নিহতদের নাম প্রকাশ করেনি। তাৎক্ষণিকভাবে তাদের শনাক্ত করতে পারেনি সংবাদমাধ্যমটি।  এদিকে কুদস নিউজ নেটওয়ার্ক হামলার তথ্য জানিয়ে এক্স-এ পোস্ট করেছে। তাদের প্রকাশিত ছবিতে লেবাননের দক্ষিণে জাবাল ব্লাত এলাকায় ধোয়া উড়তে দেখা যায়। তবে নেটওয়ার্কটি লক্ষ্যবস্তুতে মিসাইল হামলার দাবি করেছে।  হিজবুল্লাহ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী। যুক্তরাষ্ট্রের চোখে এ সন্ত্রাসী গোষ্ঠী বিভিন্ন সময় ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েছে। জবাবে ইসরায়েল লেবাননে পূর্ণ মাত্রায় সামরিক হামলা করে। এতে তেমন কোনো প্রতিরোধই গড়তে পারেনি গোষ্ঠীটি। শেষমেশ গত বছরের নভেম্বরে ইসরায়েল ও লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এরপরও দেশটি নিয়মিতভাবে লেবাননে হামলা চালিয়ে আসছে। এতে একের পর এক মানুষ প্রাণ দিচ্ছেন।
Read Entire Article