আর্জেন্টিনা, জার্মানি, স্পেনের ২০২৬ ফুটবল বিশ্বকাপের জার্সি উন্মোচন
আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। বৈশ্বিক এই আসরকে সামনে রেখে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস উন্মোচন করেছে আর্জেন্টিনা, জার্মানি, স্পেনসহ ২২ দেশের জার্সি। মূলত, যেসব ফেডারেশনের সঙ্গে অ্যাডিডাসের চুক্তি রয়েছে তাদের জার্সিই উন্মোচন করা হয়েছে। এই জার্সি গায়ে দিয়েই ২০২৬ বিশ্বকাপ মাতাবে দলগুলো।
আ্যডিডাস তাদের ডিজাইন করা প্রতিটি জার্সিতে স্ব স্ব দেশের আত্মাকে এক নতুন ও আধুনিক আঙ্গিকে ফুটিয়ে তুলেছে। তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সিতে ঐতিহ্যবাহী আকাশি-সাদা ডোরাকাটা নকশা ফুটিয়ে তুলেছে আ্যডিডাস। নতুন আকাশী-নীল এবং সাদা জার্সিতে উল্লম্ব স্ট্রাইপ রয়েছে, তিন রঙের গ্রেডিয়েন্ট প্রভাব রয়েছে। আর্জেন্টিনার ১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২ বিশ্বকাপ জয়ের কথা স্মরণ করা হয়েছে।
ফুটবলাদের জন্য জার্সি আরামদায়ক করতে প্রতিটি জার্সিতে ব্যবহার করা হয়েছে পরবর্তী প্রজন্মের ক্লাইমাকুল+ উপাদান এবং এমনভাবে নকশা করা হয়েছে যাতে খেলোয়াড়দের শরীরে বায়ু চলাচলে সুবিধা হয়। জার্সিতে রয়েছে লেন্টিকুলার ক্রেস্ট বা লুকানো লেখনী যা এক অনন্য অনুসন্ধানের অনুভূতি যোগ করেছে।
আ্যডিডাসের প্রকাশ করা ২২ দেশের মধ্যে ছয়টি দেশ ইতোমধ্যেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। এ ছাড়া বিশ্বকাপে খেলার নিশ্চিত সুযোগ রয়েছে এমন দেশ যেমন জার্মানি, স্পেন এমন দেশের জার্সিও রয়েছে। ৪৮ দলের অংশগ্রহণে আগামী বছরের ১১ জুন থেকে শুরু হবে ফিফা বিশ্বকাপ।

5 hours ago
6









English (US) ·