সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। ব্যবসা, চাকরি জীবন নিয়ে ব্যস্ত জীবন পার করছেন তিনি। নিজের খেলোয়াড়ি জীবন, ছোটোবেলা, ক্যারিয়ার নিয়ে দেশের একটি গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেন তিনি। সেখানেই কিপিং করতে গিয়ে দাঁত পড়ে যাওয়ার ঘটনারও স্মৃতিচারণ করেন পাইলট।
ক্রিকেটার হয়ে ওঠার গল্প ব্যাখ্যা করতে গিয়ে পাইলট বলেন, ‘আব্বা ঢাকা লিগে খেলেছেন ২০ বছর। আমি ছোটবেলায় সব খেলাই ভালো খেলতাম। আমার হাতে অনেক বিকল্প ছিল। যখন আস্তে আস্তে ক্রিকেটের দিকে চলে গেলাম, তখন আর ফুটবল বা অন্য কিছুর দিকে তাকাতে হয়নি। উইকেটকিপিং করছি। যেটা করতাম, ওটার পেছনে অনেক মেহনত করতাম। এভাবেই জড়িয়ে যাওয়া।’
ব্যাটার, বোলার না হয়ে উইকেটরক্ষক হওয়ার পেছনের গল্পও জানান পাইলট। এ প্রসঙ্গে সাবেক অধিনায়ক বলেন ‘আমি যখন কিপিং করেছি, তখন কিন্তু বাংলাদেশে কোনো কিপিং কোচ ছিল না। তখন এক-দুজন জেনারেল কোচ। কিপিং করতে করতে নিজেই শিখেছি সবকিছু। অনেকে বলে না হ্যারিকেনের আলোয় পড়ে ব্যারিস্টার হয়েছে, আমারও কিন্তু অনেকটা ওরকম। কোচ ছাড়াই কিপার হয়ে গিয়েছিলাম।’
ক্রিকেটে অনেক দুর্ঘটনাই ঘটে। কিপিং করতে গিয়ে একবার দাঁত পড়ে যায় পাইলটের। সেই ঘটনার স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘শ্রীলঙ্কায় খেলতে গিয়েছিলাম, তখন মনি ভাই (এনামুল হক মনি) বল করছিলেন। বোলার বল করেছে সোজা, ব্যাটসম্যান মিস করছে, একদম সোজা আমার মুখে লেগেছে। নতুন বল, টাক করে লেগেছে, সঙ্গে সঙ্গে দুইটা দাঁত পড়ে গেছে। এখন নকল দাঁত লাগিয়েছি। ক্রিকেটে অবশ্য অনেক দুর্ঘটনাই ঘটতে পারে।’
সূত্র: প্রথম আলো

6 hours ago
4









English (US) ·