আর্জেন্টিনার প্রেসিডেন্টকে ইটপাটকেল নিক্ষেপ উত্তেজিত জনতার

4 hours ago 5

নির্বাচনী প্রচারণার সময় আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইকে ইটপাটকেল ছুড়ে মারল উত্তেজিত জনতা। তুমুল হট্টগোলের মধ্যে নিরাপত্তাকর্মীদের সহায়তায় কোনো রকমে জীবন নিয়ে র‌্যালি থেকে বের হতে সক্ষম হয়েছেন তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়। বুধবার (২৭ আগস্ট) রাজধানী বুয়েন্স আয়ার্সের একটি ক্যাম্পেইন চলাকালে বিব্রতকর এমন পরিস্থিতির শিকার হন তিনি।

প্রতিবেদেনে বলা হয়, ছাদখোলা গাড়িতে চড়ে আসন্ন স্থানীয় ও মধ্যবর্তী নির্বাচনের প্রচারণা করতে বোন কারিনা মিলেইসহ দলের সদস্যদের নিয়ে সেখানে যোগ দিয়েছিলেন প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। এ সময় তাকে ও তার বোনকে লক্ষ্য করে ইট-পাথর এমনকি বোতলসহ অন্যান্য জিনিসপত্র ছুড়তে শুরু করে বেশ কয়েকজন উত্তেজিত জনতা। যার বেশ কয়েকটিতে আঘাতপ্রাপ্ত হন প্রেসিডেন্ট মিলেই। এরপর বাধ্য হয়ে গাড়ি নিয়ে ক্যাম্পেইন ছাড়তে বাধ্য হন তিনি ও তার দল।

প্রসঙ্গত সম্প্রতি ঘুষ কেলেঙ্কারিতে নাগরিকদের ব্যাপক তোপের মুখে পড়ে মিলেই সরকার। যেখানে স্বয়ং প্রেসিডেন্টের বোনও জড়িত থাকার অভিযোগ ওঠে।

Read Entire Article