টাইব্রেকারের হুলিয়ান আলভারেজে যখন গোল করলেন স্কোরলাইন তখন দেখাচ্ছিলো ২-২। তবে কিছু পর সেই গোল বাতিল হয়ে যায়। কিছুক্ষণ পর যখন ভিএআরে বাতিল হয়ে যায় আলভারেজের গোল তখন জানা যায় ডাবল টাচ হওয়ার কথা। এ দিকে রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া জানান তিনিই প্রথম আলভারেজের শটের গোলমাল টের পেয়ে রেফারিকে জানিয়েছিলেন।
অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে টাইব্রেকারে দ্বিতীয় শট নিতে আসেন আর্জেন্টাইন তারকা আলভারেজ।... বিস্তারিত