আলোচনা ফলপ্রসূ হয়নি, বাকৃবিতে বন্ধ থাকছে ক্লাস-পরীক্ষা

19 hours ago 8

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চলমান কম্বাইন্ড ডিগ্রির আন্দোলনে উত্থাপিত ছয় দফা নিয়ে আলোচনা ফলপ্রসূ হয়নি বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। ফলে পিছিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম। ক্লাস-পরীক্ষা বন্ধই থাকছে।

শনিবার (০৬ সেপ্টেম্বর) দ্বিতীয়বারের মতো শিক্ষকদের সাথে আলোচনায় বসেন আন্দোলনকারীরা।

জানা যায়, শনিবার বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক বিভাগের সম্মেলন কক্ষ আন্দোলনকারীদের মধ্যে ১৫ জন প্রতিনিধির সাথে আলোচনায় বসেন শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, সহকারী প্রক্টর অধ্যাপক ড. সোনিয়া সেহেলী ও অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে পশুপালন অনুষদের ৩য় বর্ষের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন সিয়াম বলেন, ‘আমরা আজকে শিক্ষকদের সাথে বসেছিলাম। দুই ঘণ্টা আলোচনা করেছি। তবে আলোচনা ফলপ্রসূ হয়নি। শিক্ষকরা আমাদের কিছু প্রস্তাবনা দিয়েছেন যেগুলোর বিষয়ে আমাদের কিছু দ্বিমত আছে। আমরা এখনো ছয় দফা দাবিতে অনড় এবং প্রস্তাবনার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারিনি।’

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, ‘আলোচনার সিদ্ধান্ত আমরা এখনই জানাচ্ছি না। আলোচনা যেহেতু চলমান রয়ে গেছে তাই শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে তাদের দেওয়া প্রস্তাবনাগুলোর বিষয়ে সিদ্ধান্ত দিলে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব। শিক্ষার্থীরা আমাদের তাদের মতামত জানালেই আমরা উপাচার্যকে বিষয়টি জানিয়ে দেব। পরে দ্রুততম সময়ের মধ্যে সিন্ডিকেট সভা ডাকার বিষয়ে উপাচার্য সিদ্ধান্ত নেবেন।’

Read Entire Article