আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি

3 months ago 45

সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ আদায় শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় শুরু হয়েছে পশু কোরবানি।

রাজধানীতে মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া এলাকায় সকাল ৬টায় ঈদের জামাতের পর পশু কোরবানি দেন স্থানীয়রা।

আরও পড়ুন:

পশ্চিম শেওড়াপাড়ার বাসিন্দা মাওলানা হাসান উল আমিন বলেন, আমরা সকাল ৬টায় ঈদের নামাজ আদায় করেছি। সাড়ে ৬টা নাগাদ কোরবানির পশুর জবাই হয়।

ঈদুল আজহা মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব। যুগ যুগ ধরে এই ঈদ ধর্মপ্রাণ মুসলমানদের ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে আসছে। এটিকে কোরবানির ঈদও বলা হয়।

সকাল থেকেই ঈদুল আজহার নামাজ আদায় করতে পছন্দের ঈদগাহে ছুটে যান মুসল্লিরা। দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় শেষে ধর্মপ্রাণ মুসলমানরা অল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি দেন।

এসইউজে/এসএনআর/এমএস

Read Entire Article