আশুলিয়া শিল্পাঞ্চলে আজও ছুটি অন্তত ১২ কারখানা

2 weeks ago 11

সরকার ঘোষিত বার্ষিক ৯ শতাংশ ইনক্রিমেন্ট প্রত্যাহারসহ নতুন আরও কিছু দাবি-দাওয়া নিয়ে আজও কর্মবিরতি পালন করছেন আশুলিয়া শিল্পাঞ্চলের কয়েকটি কারখানার শ্রমিকরা। এমন পরিস্থিতিতে বন্ধ ঘোষণা করা হয়েছে ছয়টি কারখানা এবং আরো ছয়টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া।

শ্রমিকরা জানান, মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় চলতি বেতনে জীবনযাত্রা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। তাই বাৎসরিক বেতন ১৫ শতাংশ বৃদ্ধি, অর্জিত ছুটির টাকা প্রতি মাসে পরিশোধ, নিন্মতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ফের আন্দোলনে নেমেছেন তারা।

উদ্ভূত পরিস্থিতিতে শিল্পাঞ্চলজুড়ে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত রাখা হয়েছে সাঁজোয়া যান ও জল কামান।

শিল্প পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে কাজে যোগ দিয়েও অন্তত ২৫টি কারখানার শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে শুরু করেন কর্মবিরতি। 

হাজিরা নিশ্চিত করে বিভিন্ন কারখানায় ১ থেকে ২ ঘণ্টা অবস্থান করে তারা বেরিয়ে যান। এমন পরিস্থিতিতে নিউ এইজের তিনটা কারখানা, ব্যান্ডো ডিজাইন, মেডলার  অ্যাপারেলস ও শারমিন গ্রুপের কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এছাড়াও চলমান অস্থিরতার কারণে নাসা গ্রুপের একাধিক কারখানাসহ ছয়টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

Read Entire Article