আসছে এফ এ প্রীতমের ‘হাবিবি’

1 month ago 23

নতুন প্রজন্মের সুরকার এফ এ প্রীতম। তরুণ এ শিল্পীর সুর ও সংগীত আয়োজনের গানগুলো সমালোচকদেরও বেশ প্রশংসা কুড়িয়েছে। তবে তিনি সুরকার হিসেবে বেশি পরিচিত। ক্যারিয়ারে শুরু থেকে সামিনা চৌধুরী, আসিফ আকবরের কলকাতার আকাশ সেন বলিউডডের নাকাশ আজিজের মতো জনপ্রিয় কণ্ঠশিল্পীরা তার সুরে গান গেয়েছেন।

প্রথমবারে মতো নিজের কণ্ঠে একটি গান তুলেছেন প্রীতম। ‘হাবিবি’ শিরোনামের এ গানটির কথা ও সুর তিনি। সংগীতায়োজন করেছেন শোভন রায়। তিনি বলেন, অনেক সুর ও সংগীতাযোজন করেছি। মনে হলো এবার একটা গান করি। সেই চিন্তা থেকে গানে কণ্ঠ দেওয়া। গানের সঙ্গেই যেহেতু বসবাস, তাই এ মাধ্যমে নিয়মিত থাকার চেষ্টা করি। বরাবরের মতো নতুন গানটিও শ্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস’।

আসছে এফ এ প্রীতমের ‘হাবিবি’

সর্বশেষ অনন্ত জলিলের ‘কিল হিম’ সিনেমায় ‘একটু একটু তোর প্রেমে’ শিরোনামের একটি গান তার সুরে প্রকাশ হয়েছে। জাজ মাল্টিমিডিয়ার ‘ময়না’ ও মো. ইকবালের ‘রিভেঞ্জ’ ‘বিট্রে’ ও ‘ডেড বডি’ সিনেমার জন্যও গান করেছেন তরুণ এ সুরকার।

এফ এ প্রিতম বলেন, ‘সিনেমার গানের প্রতি আমার খুব বেশি আগ্র্রহ কাজ করে। এখানে সুর নিয়ে খেলা করা যায়। এরমধ্যে সিনেমায় যে গানগুলো করেছি তার সবগুলোর জন্য প্রযোজক-পরিচালকেরা প্রশংসা করেছেন।

এদিকে হিপ হপ গানের প্রতি তার অনেক দুর্বলতা বলেও জানান। এফ এ প্রিতম ২০১৬ সাল থেকে ক্যারিয়ার শুরু করেন। তার প্রথম অ্যালবামের নাম ‘দূরত্ব সীমাহীন’।

এমআই/এমএমএফ/জিকেএস

Read Entire Article