আসছে মানজুলুল হকের উপন্যাস ‘মৃত্যুর মানচিত্র’

21 hours ago 9

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হচ্ছে তরুণ লেখক মানজুলুল হকের উপন্যাস ‘মৃত্যুর মানচিত্র'। বইটি প্রকাশ করছে ঘাসফুল প্রকাশনী। প্রচ্ছদ করেছেন কলকতার প্রচ্ছদশিল্পী সুপ্রসন্ন কুণ্ডু।

‘মৃত্যুর মানচিত্র’ উপন্যাসটি মানজুলুল হকের ৬ষ্ঠ বই। বইটি লেখা হয়েছে চব্বিশের গণ-অভ্যুত্থান নিয়ে। সেই সাথে চব্বিশের আন্দোলনের প্রেক্ষাপটে বইটিতে উঠে এসেছে বাংলাদেশের ইতিহাসের এমন সব গুরুত্বপূর্ণ বিষয়, যা এতদিন রাজনৈতিক মদদপুষ্ট ইতিহাসবিদরা কৌশলে রেখেছিলেন অব্যক্ত।

আরও পড়ুন

রাজু থেকে আবু বকর, বিশ্বজিৎ, আবরার থেকে আবু সাঈদ, মুগ্ধ সবার কথাই আছে বইটিতে। আছে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে; যাদের ঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে চব্বিশের ছাত্র-জনতার আন্দোলন, সবকিছুই লেখক বইটিতে নিয়ে এসেছেন।

প্রকাশক জানান, ‘মৃত্যুর মানচিত্র’ উপন্যাসটি মেলায় ঘাসফুলের স্টলে পাওয়া যাবে। বইটির প্রচ্ছদ মূল্য রাখা হয়েছে ৩৬০ টাকা।

ঘাসফুল থেকে প্রকাশিত লেখক মানজুলুল হকের বইসমূহ হলো- ‘তবুও সন্ধ্যা’, ‘ছদ্মছায়া’, ‘চান্দের ক্যাফে’, ‘এলিয়া’, ‘এবং একটি চন্দ্র’।

এসইউ/এমএস

Read Entire Article