বলিউড নির্মাতা ইমতিয়াজ আলী। যিনি জাব উই মেট, রকস্টার এবং হাইওয়ের মতো মাস্টারপিস সিনেমাগুলোর জন্য বেশ সমাদৃত। তার মুক্তিপ্রাপ্ত কিছু সিনেমা এতটাই জনপ্রিয় হয়েছিল দর্শকরা সেগুলোর সিক্যুয়েল চেয়ে আসছিলেন দীর্ঘদিন ধরে। কয়েক বছর আগে নির্মাতা সেই ট্রেন্ডেও যোগ দিয়েছিলেন এবং ‘লাভ আজ কাল-২’ নিয়ে এসেছিলেন দর্শকদের মাঝে। কিন্তু সিনেমাটি আশানুরূপ বক্স অফিস সাফল্য পায়নি। তবে গুঞ্জন শোনা যাচ্ছে তিনি নাকি এবার রণবীর কাপুর অভিনীত রকস্টার সিনেমার সিক্যুয়েল নির্মাণ করতে চলেছেন। খবর : পিঙ্কভিলা
ভারতীয় গেমচেঞ্জার নামে ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে নির্মাতা ইমতিয়াজ বলেন, আমার নির্মিত সিনেমা ‘লাভ আজ কাল-২’ তেমন সাফল্য পাইনি কারণ, সিনেমাটিতে আমি অতিরিক্ত কিছু যোগ করার চেষ্টা করেছিলাম, যার ফলে এটি ভারী হয়ে গিয়েছিল। এ কারণে আমি এখন অনুভব করি যে যদি সত্যিই প্রয়োজন না হয়, তাহলে আর সিক্যুয়েল বানাবো না।
তিনি আরও বলেন, কখনও এমন হতে পারে যে ‘রকস্টার’ নিয়ে কোনো অদ্ভুত ভাবনা আমার মাথায় চলে আসবে এবং ঈশ্বর প্রদত্ত সেই ভাবনা আমাকে রকস্টার-২ নির্মাণের দিকে ধাবিত করবে।
সিক্যুয়েল বানানোর বিষয়ে ইমতিয়াজ নিজের মতামত জানাতে গিয়ে বলেন, কেউ যখন সিক্যুয়েল বানাচ্ছে, তাদের কাছে সেটি করার যথেষ্ট কারণ থাকতে হবে। আমার কাছেও লাভ আজ কাল ২ নির্মাণের সেই কারণ ছিলো, কিন্তু আমি সেটা প্রকাশ করতে পারিনি। হয়তো, সিনেমার প্রচারে সেটা বোঝাতে পারিনি।
এদিকে ২০১১ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ইমতিয়াজ আলির পরিচালনায় নির্মিত সিনেমা ‘রকস্টার’। চলচ্চিত্রটিতে অভিনয় করেন রণবীর কাপুর, নার্গিস ফাকরি, শাম্মী কাপুরসহ আরও অনেকে। ছবিটি সেসময় বক্স অফিসে দারুণ সাড়া ফেলে এবং বিশ্বব্যাপী আয় করে ১০৮.৭১ কোটি রুপি।
এখন দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে, সত্যিই কি ইমতিয়াজ আলী ‘রকস্টার-২’ নিয়ে ফিরছেন? আপাতত সে প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে।