আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
উপদেষ্টা আসিফ মাহমুদ ব্যাগে ম্যাগাজিন পাওয়ার ঘটনায় ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, অনেকে বলছেন তিনি (উপদেষ্টা আসিফ মাহমুদ) একে ৪৭-এর লাইসেন্স পেয়েছেন। এটা একে ৪৭ নয়, এটা তারই একটি হাতিয়ার, তার একটি পিস্তলের খালি একটি ম্যাগাজিন ছিল। সেটি ভুলে রয়ে গিয়েছিল।
সোমবার (৩০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স আছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, একটি পিস্তলের খালি একটি ম্যাগাজিন ছিল। সেটি ভুলে রয়ে গিয়েছিল। এটা আসলে ভুলেই হয়েছে। অনেক সময় এমন হয় যে আপনি একটা চশমা নিয়ে যাবেন কিন্তু চশমা না নিয়ে মোবাইল নিয়ে রওনা হয়ে গেছেন।
এটা জাস্ট একটা ভুল মন্তব্য করে তিনি বলেন, উনি (আসিফ মাহমুদ) যদি আগে জানতে পারতেন, তাহলে কোনো অবস্থাতেই এটা নিতেন না।