ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে পাকিস্তান। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর গতকাল শনিবার আরব আমিরাতের বিপক্ষে ৩১ রানে জিতেছে সালমান আলি আগার দল।
শনিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২০৭ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ব্যাট করে নেমে আসিফ খানের ৩৫ বলে ৭৭ রানের ঝোড়ো ইনিংসের পর ৮ উইকেটে ১৭৬ রানে আউটে যায় আমিরাত।
পাকিস্তানের হয়ে মারকাটারি ইনিংস খেলেন ওপেনার সাইম আইয়ুব ও হাসান নওয়াজ। দুজনই হাঁকান ফিফটি। ৩৮ বলে ৬৯ রান (৭ চার ৪ ছক্কা) করেন সাইম। যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ ফিফটি।
নওয়াজ হাঁকান সংক্ষিপ্ত ফরম্যাটের ক্যারিয়ারে দ্বিতীয় অর্ধশতক, তোলেন ২৬ বলে ৫৬ রান (২ চার ৬ ছক্কা)। অর্থাৎ বাউন্ডারি থেকে ৪৪ রান করেন হাসান নওয়াজ।
এছাড়া মোহাম্মদ নওয়াজ ১৫ বলে ২৫, ফাহিম আশরাফ ১০ বলে ১৬ রান করেন।
এমএইচ/