আসিফের ঝড়ো ইনিংসও পাকিস্তানের জয় থামাতে পারল না

18 hours ago 6
শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তান টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। শনিবার তারা আমিরাতকে ৩১ রানে হারালেও সবার নজর কেড়ে নিয়েছেন স্বাগতিকদের ব্যাটার আসিফ খান। তার ঝড়ো ফিফটি সত্ত্বেও জয়ের হাসি হেসেছে পাকিস্তানই। প্রথমে ব্যাট করে পাকিস্তান সংগ্রহ করে ২০৭ রান। জবাবে আমিরাত থামে ১৭৬ রানে। পাকিস্তানের ইনিংসের শুরুতেই ওপেনার সাহিবজাদা ফারহান ফিরলে চাপ আসে পাকিস্তানের ওপর। তবে সাইম আয়ুব আগ্রাসী ব্যাটিংয়ে খেলেন ৩৮ বলে ৬৯ রানের ইনিংস, যেখানে ছিল ৭ চার ও ৪ ছক্কা। তাকে যোগ্য সঙ্গ দেন হাসান নবী, মাত্র ২৬ বলে ৫৬ রান হাঁকিয়ে। তার ইনিংসে ছিল ২ চার ও ৬ ছক্কার মার। এছাড়া মোহাম্মদ নওয়াজও করেন দ্রুত ২৫ রান। শেষদিকে উইকেট হারালেও পাকিস্তান পৌঁছে যায় ২০৭ রানে। লক্ষ্য তাড়ায় ভালো শুরু করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আরব আমিরাত। অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম করেন ১৮ বলে ৩৩ রান, তবে রান আউট হয়ে ফেরেন। এরপর চাপে পড়লেও আসিফ খান একাই প্রতিরোধ গড়েন। মাত্র ২৫ বলে ফিফটি পূর্ণ করার পর তিনি খেলেন ৩৫ বলে ৭৭ রানের দারুণ ইনিংস, যাতে ছিল ৬ চার ও ৬ ছক্কা। তার সঙ্গে ধ্রুব পারাশার কিছুটা সঙ্গ দিলেও জয়ের জন্য প্রয়োজনীয় গতি পায়নি আমিরাত। শেষ দিকে হাসান আলীর ঝলকে ভেঙে পড়ে স্বাগতিকদের স্বপ্ন। ইনিংসের শেষ ওভারে তিনি ফেরান আসিফ খানকে। ফলে ৩১ রানের হার এড়াতে পারেনি আমিরাত। পাকিস্তানের হয়ে হাসান আলী নেন ৩ উইকেট, যদিও খরচ করেছেন ৪৭ রান। মোহাম্মদ নওয়াজ ছিলেন সবচেয়ে কৃপণ, ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে নেন ২ উইকেট। সাইম আয়ুব ও সালমান মির্জা পান একটি করে উইকেট। অন্যদিকে আমিরাতের হয়ে জুনায়েদ সিদ্দিক ও সাঘির খান ভালো বল করেছেন, তবে পাকিস্তানি ব্যাটারদের ঝড় থামাতে পারেননি। এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো পূর্ণ পয়েন্ট পেল পাকিস্তান। ফলে ফাইনালের পথে আরও একধাপ এগিয়ে গেল তারা। আসিফ খানের দুর্দান্ত ইনিংস সত্ত্বেও স্বাগতিকদের জন্য এটি রইল এক হতাশার দিন।
Read Entire Article