আস্থা ভোটে হেরে ক্ষমতা হারালেন ফ্রান্সের প্রধানমন্ত্রী বাইরু

6 hours ago 7
ফ্রান্সে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। আস্থা ভোটে হেরে ক্ষমতা হারিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু। সোমবার (৮ সেপ্টেম্বর) ফরাসি পার্লামেন্টে এ ভোট অনুষ্ঠিত হয়। এতে বাইরুর বিপক্ষে পড়ে ৩৬৪ ভোট, আর সমর্থনে ছিলেন মাত্র ১৯৪ জন সাংসদ। ভোট থেকে বিরত ছিলেন আরও ২৫ জন। জাতীয় ঋণ নিয়ন্ত্রণ পরিকল্পনা পাস করাতে সমর্থন আদায়ের জন্য আস্থা ভোটের উদ্যোগ নেন বাইরু। কিন্তু সেটিই শেষ পর্যন্ত তার সরকারের পতনের কারণ হয়ে দাঁড়াল।  ভোটে পরাজয়ের কারণে দায়িত্ব নেওয়ার মাত্র ৯ মাসের মাথায় প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হচ্ছে তাকে। আস্থা ভোটে হেরে পুরো মন্ত্রিসভাকেই বিদায় নিতে হচ্ছে। ভোটের আগে সংসদে বক্তব্য রাখতে গিয়ে বাইরু বলেন, ‘সরকারকে টেনে নামানোর ক্ষমতা আপনাদের আছে। কিন্তু বাস্তবতাকে অস্বীকার করার ক্ষমতা নেই। খরচ বাড়বে, ঋণের বোঝা আরও ভারি হবে। ফ্রান্সের অস্তিত্ব এখন হুমকির মুখে।’ বাইরুর বিদায়ে ফ্রান্সে রাজনৈতিক সংকট আরও গভীর হলো। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ নতুন করে চাপের মুখে পড়েছেন। দুই বছরেরও কম সময়ে এখন পঞ্চম প্রধানমন্ত্রী খুঁজে বের করতে হবে তাকে। সূত্র : বিবিসি
Read Entire Article