আহত ইলেকট্রিশিয়ানদের চিকিৎসায় সহায়তা দিচ্ছে বিজলী ক্যাবলস্

2 months ago 7

বৈদ্যুতিক দুর্ঘটনায় আহত নিবন্ধিত ইলেকট্রিশিয়ানদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএলের বৈদ্যুতিক তার উৎপাদনকারী প্রতিষ্ঠান বিজলী ক্যাবলস্।

এর অংশ হিসেবে সম্প্রতি ব্রাক্ষণবাড়িয়ার ইলেকট্রেশিয়ান মো. জাহাঙ্গীর মিয়া ও মুন্সিগঞ্জের মো. ইসমাইলের পরিবারকে চিকিৎসার জন্য অর্থ সহায়তা দেওয়া হয়। এসময় বিজলী ক্যাবলস্-এর হেড অব সেলস শাহ আলম ও হেড অব মার্কেটিং রিয়াজুল করিম খান উপস্থিত ছিলেন।

আহত ইলেকট্রিশিয়ানদের চিকিৎসায় সহায়তা দিচ্ছে বিজলী ক্যাবলস্

আর্থিক সহায়তার বিষয়ে রিয়াজুল করিম খান বলেন, দেশের বিভিন্ন স্থানে বর্তমানে আমাদের কয়েক হাজার নিবন্ধিত ইলেকট্রিশিয়ান রয়েছেন। তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য আমরা নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করি। তাছাড়া তাদের অসুস্থতা, বৈদ্যুতিক দুর্ঘটনাজনিত মৃত্যুতে পরিবারকে আর্থিক সহায়তাও দিয়ে থাকি। এরই অংশ হিসেবে আহত ইলেকট্রেশিয়ানদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হচ্ছে যা অব্যাহত থাকবে।

বিএ/এমএস

Read Entire Article