আড়তে বসে চিংড়িতে জেলি পুশ করছিল ৬ যুবক, অতঃপর...

2 months ago 18

সাতক্ষীরার একটি আড়তের পাশে একটি ঘরের ভেতরে বসে চিংড়ি মাছে বিষাক্ত জেলি পুশ করছিল একটি চক্র। এসময় অভিযান চালিয়ে তাদের ৬ যুবককে হাতেনাতে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (২৯ মে) দুপুর ১২টার দিকে সদর থানার অন্তর্গত ৩০ মাইল বিনেরপোতা মাছের আড়তে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- সাতক্ষীরা তালা উপজেলার নগরঘাটা এলাকার অতুল বোদ্দের ছেলে সুব্রত, নারায়ণ বোদ্দের ছেলে রাকিশ বোদ্দ, গুরুপদ বোদ্দের ছেলে আকাশ বোদ্দ, নগরঘাটা নিমতলা এলাকার প্রদীব মন্ডলের ছেলে সবুজ মন্ডল, নগরঘাটা কাপাসডাঙ্গা এলাকার শ্যামলের ছেলে কুমারেশ মন্ডল ও একই এলাকার অমিত সরকার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি প্রনয় বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুশচক্রের ছয় সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া উদ্ধার করা হয় মোট ২৫০ কেজি চিংড়ি। যার মধ্যে ১৫০ কেজির চিংড়িতে ইতোমধ্যে জেলি পুশ করা হয়েছিল। জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে বিষাক্ত জেলি পুশকৃত চিংড়িগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অবশিষ্ট নিরাপদ চিংড়িগুলো সাতক্ষীরার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

Read Entire Article