আড়াই মণ মরা মুরগির মাংস জব্দ, বিক্রেতাকে জরিমানা

4 hours ago 4

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে মরা মুরগির মাংস বিক্রির দায়ে শাহ আলম (৩২) নামের একজন মাংস বিক্রেতাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ১০০ কেজি (আড়াই মণ) মাংস জব্দ করা হয়।

বুধবার (১২ মার্চ) দুপুরে উপজেলার রতনদিয়া বাজারে এই অভিযান পরিচালনা করেন কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ।

আড়াই মণ মরা মুরগির মাংস জব্দ, বিক্রেতাকে জরিমানা

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম রতন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্যানিটারি ইন্সপেক্টর তোবারক দেওয়ান ও আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য।

দণ্ডপ্রাপ্ত শাহ আলম ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঈশ্বরদী গ্ৰামের মৃত মহিউদ্দিন মাতব্বরের ছেলে।

আড়াই মণ মরা মুরগির মাংস জব্দ, বিক্রেতাকে জরিমানা

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ জানান, রমজান মাস উপলক্ষে কালুখালীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বুধবার দুপুরে উপজেলার রতনদিয়া বাজারে মরা মুরগির মাংস বিক্রি হচ্ছে খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে পৌঁছে তথ্যের সত্যতা পাওয়া যায়।

আড়াই মণ মরা মুরগির মাংস জব্দ, বিক্রেতাকে জরিমানা

তিনি আরও জানান, মরা মুরগির মাংস বিক্রির অপরাধে মাংস বিক্রেতাকে নগদ তিন হাজার টাকা অর্থদণ্ড এবং ১০০ মাংস জব্দ করা হয়। পরে জব্দ মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

রুবেলুর রহমান/এসআর/এমএস

Read Entire Article