ই-কারের ভাড়া ৫ টাকা করার দাবি চবি ছাত্রশিবিরের

3 weeks ago 17

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়য়ে (চবি) চালু হওয়া শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত ইলেকট্রনিক কার (ই-কার) এর ভাড়া পুনর্বিবেচনা করতে কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছে ইসলামী ছাত্রশিবির, চবি শাখা। এ সময় ই-কারের ভাড়া ওঠানামা ৫ টাকা করতে দাবি জানায় সংগঠনটি।

মঙ্গলবার (১৯ আগস্ট) চবি উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বরাবর স্মারকলিপি দেয় সংগঠনের নেতারা। 

চবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজের নেতৃত্বে দেওয়া স্মারকলিপিতে তিনটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—ক্যাম্পাসের সকল হল, অনুষদ ও গুরুত্বপূর্ণ পয়েন্ট পর্যন্ত ই-কারের পর্যাপ্ত সেবা নিশ্চিত করা, ক্যাম্পাসের সর্বত্র ই-কারের ভাড়া ওঠানামা ৫ টাকা নির্ধারণ করা এবং বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর থেকে ক্যাম্পাসের অভ্যন্তরে ফ্রি চক্রাকার বাস সার্ভিস চালু করা। 

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক মো. ইসহাক ভূঁঞা, শিক্ষা সম্পাদক মোনায়েম শরীফ, শাহ আমানত হল সভাপতি সৈকত হোসেন, আব্দুর রব হল সভাপতি মেহেদী হাসান সোহান, বিজ্ঞান অনুষদ সভাপতি আবিদুর রহমান এবং আব্দুর রব হলের সেক্রেটারি হাফেজ বোরহান উদ্দিন।

Read Entire Article