ইংল্যান্ডে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম

3 months ago 7

মৌসুমের শুরুতেই ইংল্যান্ডে রপ্তানি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম। রোববার (২৫ মে) দুপুরে সদর উপজেলায় জামতলা এলাকার কামরুল হাসান নামের এক ব্যবসায়ীর বাগান থেকে এক মেট্রিক টন আম ইংল্যান্ডে পাঠানো হয়।

মৌসুমের শুরুতে প্রথমবারের মতো ইংল্যান্ডে আম রপ্তানি করতে পেরে খুশি কামরুল হাসান। তিনি জানান, গাছ থেকে আজই আম সংগ্রহ করে প্যাকেটজাত করা হচ্ছে। বিকেলে ঢাকায় পাঠানো হবে আমগুলো। পরে সেখান থেকে ইংল্যান্ডের উদ্দেশ্যে যাবে এসব আম।

ইংল্যান্ডে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম

বিদেশে আম রপ্তানি করতে চাষীদের সব ধরনের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ইয়াসিন আলী। তিনি জানান, ২৮ মের পরে সরকারিভাবে শুরু হবে বিদেশে আমরা রপ্তানির কার্যক্রম। এখন পর্যন্ত কামরুল হাসান নামের একজন চাষি ব্যক্তি উদ্যোগে বিদেশে আম রপ্তানি করছেন।

ইংল্যান্ডে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম

কৃষি বিভাগের তথ্যমতে চাঁপাইনবাবগঞ্জে ৩৭ হাজার হেক্টর জমিতে আম বাগান রয়েছে। এতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৬ হাজার টন। গত বছর জেলার আম বিদেশে রপ্তানি হয়েছিল ১৩৩ মেট্রিক টন।

সোহান মাহমুদ/এমএন/এমএস

Read Entire Article