ইউআইইউতে মিডিয়া ফেস্ট-২০২৫ অনুষ্ঠিত

1 hour ago 1

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘মিডিয়া ফেস্ট ২০২৫’। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।

ফেস্টের আয়োজন করে ইউআইইউর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগ। এতে ছিল মিডিয়া কুইজ, কনটেন্ট প্রজেকশন, ডকুমেন্টারি প্রদর্শনী, স্টার টক ও ফটোগ্রাফি প্রদর্শনী।

এমএসজে বিভাগের প্রধান অধ্যাপক শেখ শফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউর উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম মিয়া। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস স্কুলের ডিন অধ্যাপক হামিদুল হক, অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক এবং রেজিস্ট্রার জুলফিকার রহমান। 

স্টার টক পর্বে শিক্ষার্থীদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার, নিউজ টোয়েন্টিফোর-এর বার্তা প্রধান শরিফুল ইসলাম খান, চলচ্চিত্র নির্মাতা মাকসুদ হোসেন ও শঙ্খ দাশগুপ্ত। বক্তব্য দেন অক্সফ্যাম বাংলাদেশের ইনফ্লুয়েন্সিং, কমিউনিকেশনস, অ্যাডভোকেসি অ্যান্ড মিডিয়ার প্রধান শরিফুল ইসলামও।

অনুষ্ঠান পরিচালনা করেন এমএসজে বিভাগের শিক্ষক মারিও হিরস্টেইন, কাজী কামরুন নাহার তানিয়া, সুমিয়া জাহিদ ও উম্মে আম্মারা।

ফেস্টে পারফর্ম করে ইউআইইউর এমএসজে বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। এতে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাব, ফটোগ্রাফি ক্লাব ও ফিল্ম অ্যান্ড থিয়েটার ক্লাব।

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

Read Entire Article