গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

1 hour ago 2

গাজীপুরের কাশিমপুরে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে গেছে হিট মেশিন ও মালামাল।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ড এলাকায় অবস্থিত জিএমএস কম্পোজিট লি. নামের পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।

কাশিমপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তাসারফ হোসেন বলেন, বিকালে জিএমএস কম্পোজিট লি. নামের পোশাক কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে চারপাশে পড়ে।  খবর পেয়ে কাশিমপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি, বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে।

Read Entire Article