ইউআইইউতে স্কিন’ও বিজনেস ইন্টেলিজেন্স অনুষ্ঠিত

1 day ago 4
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) স্কিন’ও বিজনেস ইন্টেলিজেন্স শিরোনামে একটি আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যবসায়িক কেস কম্পিটিশনের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়টির মাল্টিপারপাস হলে ইউআইইউর এইচ আর ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্সের (ডিসিসিএসএ) সহযোগিতায় দ্যা বিউটি সায়েন্স প্রেজেন্ট- এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।  স্কিন'ও বিজনেস ইন্টেলিজেন্স প্রতিযোগিতাটি ব্যবসায়িক ও উদ্যোক্তায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন টিমের মাধ্যমে তাদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা ও সমাধান উপস্থাপন করে। প্রাথমিক পর্যায়ে প্রতিযোগিতায় ১৫৯টি টিম অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিভিন্ন ধাপে যথার্থ বাছাই প্রক্রিয়ার পর শীর্ষ ১০ টি দল ফাইনালিস্ট হিসাবে যোগ্যতা অর্জন করে।  প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চার্ডাইক লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিএফও আল জাবের ফয়সাল এবং বিজনেস ডেভেলপমেন্টের প্রধান নেওয়াস শরিফ নাসিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউআইইউ ডিসিসিএসএর পরিচালক নাহিদ হাসান।  স্কিন’ও বিজনেস ইন্টেলিজেন্সের গ্র্যান্ড ফিনালের বিচারক প্যানেলে ছিলেন- ইউআইইউর স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের বিবিএ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. সালমা করিম, ব্র্যান্ড প্র্যাকটিশনারস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মির্জা মুহাম্মদ, লেখক ও সাংবাদিক এবং বাংলা টেলিগ্রাফের সম্পাদক পলাশ মাহবুব এবং আবুল খায়ের স্টিলের ন্যাশনাল ট্রেড মার্কেটিং ম্যানেজার আরিফুর রহমান। প্রতিযোগিতার গ্রান্ড ফিনালে ফাইনালিস্ট ১০টি দল থেকে ব্যবসায়িক চ্যালেঞ্জ এবং নিজেদের দক্ষতার পরিচয় দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার মুকুট অর্জন করে ‘উইদাউট এ নেম’ দল, প্রথম রানারআপ ‘দূরবীন’ দল এবং ‘ক্যাট-এ-লাইস্ট’ দ্বিতীয় রানারআপ হয়। অনুষ্ঠানে অতিথিরা চ্যাম্পিয়ন দলকে ২৫ হাজার টাকা, প্রথম রানারআপ দলকে ১৫ হাজার টাকা এবং দ্বিতীয় রানারআপ দলকে ১০ হাজার টাকার চেক তুলে দেন।  অনুষ্ঠানে ইউআইইউর শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা এবং শিল্প বিশেষজ্ঞসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।
Read Entire Article