ইউএস ওপেনের পুরুষ এককের ফাইনালে একপেশে ম্যাচে ইতালির ইয়ানিক সিনারকে পরাজিত করে শিরোপা জিতেছেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ।
রোববার (৭ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত ফাইনালে আলকারাজ ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪ গেমে সিনারকে উড়িয়ে দেন। এই জয়ের মাধ্যমে আলকারাজ দ্বিতীয়বারের মতো ইউএস ওপেন জিতলেন এবং টেনিসে পুরুষ এককে বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বরের মুকুটও ফিরে পেলেন।
এই জয়ের মধ্য দিয়ে আলকারাজ তার... বিস্তারিত