ইউক্রেন-যুক্তরাজ্যের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ছিনতাই চেষ্টার অভিযোগ রাশিয়ার

4 hours ago 6
ইউক্রেন-যুক্তরাজ্যের বিরুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনকারী একটি মিগ-৩১ যুদ্ধবিমান ছিনতাইচেষ্টার অভিযোগ উঠেছে। দুই দেশের বিরুদ্ধে রাশিয়া এমন অভিযোগ করেছে।  মঙ্গলবার (১১ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  ক্রেমলিন জানিয়েছে, দুই দেশের এ ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হয়েছে। ষড়যন্ত্রের মাধ্যমে তারা ক্ষেপণাস্ত্রবাহী সামরিক বিমানটিকে ছিনতাই করে রোমানিয়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, এই অভিযানের নির্দেশনা ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মূল গোয়েন্দা দপ্তর এবং তাদের ‘ব্রিটিশ পরিচালকদের’ কাছ থেকে এসেছিল। প্রতিবেদনে বলা হয়েছে, ষড়যন্ত্রের পরিকল্পনা অনুযায়ী, এক রুশ পাইলটকে কিনঝাল ক্ষেপণাস্ত্র-সজ্জিত একটি মিগ-৩১ যুদ্ধবিমান রোমানিয়ার কনস্টান্টা শহরে নিয়ে যেতে রাজি করা হয়। এ শহরে দক্ষিণ-পূর্ব ইউরোপের সবচেয়ে বড় বিমানঘাঁটি নির্মাণ করছে ন্যাট। সেখানে বিমানটি ভূপাতিত করা হলে তা রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের উসকানি বা ‘প্ররোচনা’ হিসেবে ব্যবহার করার পরিকল্পনা ছিল। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে একটি প্রতিবেদনে মেসেজ ও অডিও রেকর্ডিং প্রকাশ করা হয়েছে। সেখানে এক ব্যক্তিকে ইউক্রেনীয় ও ব্রিটিশ গোয়েন্দাদের হয়ে কাজ করতে দেখা যায়। এফএসবি জানায়, ওই ব্যক্তি রুশ পাইলটকে ৩০ লাখ মার্কিন ডলার ও ইউরোপের যে কোনো দেশের নাগরিকত্বের প্রলোভন দিয়েছিলেন। রুশ সংবাদসংস্থা তাস জানিয়েছে, এফএসবি কর্মকর্তা দাবি করেছেন যে, যুক্তরাজ্যভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকতা সংস্থা বেলিংক্যাট এই অপারেশনে জড়িত থাকতে পারে।  রাশিয়ার নিরাপত্তা সংস্থা ইউক্রেন ও যুক্তরাজ্যের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রে মৌলিক চিন্তার অভাব’ বলে কটাক্ষ করেছে। সংস্থাটি জানিয়েছে, ২০২২ সালেও অনুরূপ একটি ছিনতাইচেষ্টা হয়েছিল। ওই সময়ে যুক্তরাজ্যের বিরুদ্ধে ইউক্রেনের সহায়তায় একটি উন্নত সুখোই সু-৩৪ যুদ্ধবিমান দখলের চেষ্টার অভিযোগ করা হয়েছিল।  প্রতিবেদনে বলা হয়েছে, বেলিংক্যাট এখনো নতুন অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি। সংস্থাটি ২০২২ সালের অভিযোগকে ‘ভিত্তিহীন প্রচারণা’ বলে প্রত্যাখ্যান করেছিল।  
Read Entire Article