ইউনেস্কোর নেতৃত্বে প্যারিসে বাংলাদেশি রাষ্ট্রদূত তালহাকে সংবর্ধনা

1 week ago 11

ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত খন্দকার এম তালহাকে সংবর্ধনা দিয়েছে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটি। 

শুক্রবার (২৪ অক্টোবর) প্যারিসের এক অভিজাত হোটেলের বলরুমে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনায় ফ্রান্সজুড়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা যোগ দেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব এমএ তাহের। সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মাহবুব হোসাইন ও কমিউনিটি নেতা জাহেদুল ইসলাম শিপার। স্বাগত বক্তব্য দেন ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এফবিজেএ)-এর মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ।

রাষ্ট্রদূত খন্দকার এম তালহাকে অনুষ্ঠানে ক্রেস্ট ও মানপত্র প্রদান করা হয়। বক্তারা বলেন, রাষ্ট্রের প্রতিটি অর্জনই জাতির সম্মিলিত সাফল্য— এমন গৌরবের অংশ হতে পেরে প্রবাসী বাংলাদেশিরা গর্বিত।

সভাপতির বক্তব্যে এম এ তাহের বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে আমরা আজ বাংলাদেশের এই সাফল্য উদযাপন করছি। প্রবাসীরা দেশের উন্নয়নের পথে সবসময় পাশে থাকবে।

আরও পড়ুন : প্রশ্নের সেট ‘পদ্মা’ হলে কাশি দেবেন, বারবার কাশি দিয়ে ধরা চাকরিপ্রার্থী

বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম বলেন, ইউনেস্কোতে টানা ৭টি নির্বাচনে বাংলাদেশের জয় শুধু কূটনৈতিক সাফল্য নয়, এটি আমাদের জাতীয় সক্ষমতার প্রতিফলন।

সংবর্ধিত অতিথি রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বলেন, বাংলাদেশ কমিউনিটির ভালোবাসা ও সম্মান আমাকে অনুপ্রাণিত করেছে। দেশের পতাকা সমুন্নত রাখাই আমাদের লক্ষ্য।

তিনি আরও যোগ করেন, জাপানের মতো শক্ত প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করা সহজ ছিল না। তবে দূতাবাসের কর্মকর্তারা, পররাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা ও সাংস্কৃতিক উপদেষ্টাদের অক্লান্ত পরিশ্রমে এই অর্জন সম্ভব হয়েছে। এটি পুরো বাংলাদেশের বিজয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিফেন্স এটাচি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা (এনডিসি, পিএসসি), মিশন উপপ্রধান কাজী এহসানুল হক, মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান, দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিলসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা।

আরও পড়ুন : গোডাউনে মিলল ১৩ টন গুলির খোসা

স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন এইচ এম রহিম, আবুল খায়ের লস্কর, জুনেদ আহমেদ, এম এ রশীদ পাটোয়ারী, আহমেদ আব্দুল মালেক, আব্দুর রহিম মিয়া, ইমরান আহমেদ, মনোয়ার হোসেন, জাকারিয়া আহমেদ, নাজির উদ্দিন জোসি, শিল্পী শাহানা বেগম ও কাওছার আহমেদ।

মানপত্র পাঠ করেন সাংবাদিক ও এফবিজেএ সদস্য তানভীর আহমেদ তোহা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম, খালেদ মাহমুদ, ওমর ফারুক, লায়েক আহমেদ তালুকদার, কুতুব উদ্দিন জিকু, আরাফাত রহমান ও আব্দুল কুদ্দুস প্রমুখ।

আয়োজকদের মতে, বাংলাদেশের এই আন্তর্জাতিক অর্জন প্রবাসীদের অনুপ্রেরণা হয়ে থাকবে। এমন সাফল্যই বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদা আরও উজ্জ্বল করবে এবং ভবিষ্যতের অগ্রযাত্রায় দেবে নতুন গতি।

Read Entire Article