মৌলভীবাজারের কমলগঞ্জে চা বাগান এলাকায় এক ইউপি মেম্বারের বাড়িতে ডাকাতি করতে গিয়ে জনতার পিটুনিতে আলাল মিয়া নামের এক ডাকাত নিহত হয়েছেন। এসময় পিটুনিতে আরও দুই ডাকাত গুরুতর আহত হন।
শনিবার (২৩ নভেম্বর) দিনগত রাত ৪টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের নুরজাহান চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলাল মিয়ার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকায়।
আহতরা হলেন ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুল মালেক ওরফে প্রকাশ মালেক (৪১) এবং শ্রাবণ মিয়ার ছেলে জসিম মিয়া। তারা পুলিশ হেফাজতে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ইউপি মেম্বার সালেহ আহমদের বাড়িতে ১০-১৫ জনের একদল ডাকাত হানা দেয়। এসময় ডাকাতদের উপস্থিতি টের পেয়ে চা বাগানের পাগলা ঘণ্টা বাজালে চা শ্রমিকরা ঘেরাও করেন। সেসময় ডাকাতরা স্থানীয় জনতার ওপর হামলা করতে এগিয়ে গেলে স্থানীয়রা তাদের ধরে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলে ডাকাত আলাল মিয়ার মৃত্যু হয়। বাকিরা পালিয়ে যান। রোববার (২৪ নভেম্বর) ভোরে রক্তের ছাপ দেখে চা বাগানের ভেতর থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য দুজনকে তীরবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, সকাল ৯টায় কমলগঞ্জ সদর ইউনিয়নের ফুলবাড়ি চা বাগানের সেকশন থেকে হাতের কব্জি কাটা অবস্থায় জসিম মিয়াকে আটক করে থানায় সোপর্দ করেন স্থানীয় চা শ্রমিকরা।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শামীম আখনজি বলেন, গুরুতর আহত দুজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ওমর ফারুক নাঈম/এসআর/জিকেএস