ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের

2 months ago 7

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার মধ্যেও নিজেদের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি বলেছেন, ‘চুক্তির সীমার মধ্যে আমরা যা করছি, তা নিয়ে কারো আমাদের নির্দেশ দেওয়ার অধিকার নেই।’

জার্মান টেলিভিশন ‘ডাস এর্স্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সোমবার (২৩ জুন) রাভানচি স্পষ্টভাবে বলেন, ইরান পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি (NPT) অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে।

এর আগে রোববার যুক্তরাষ্ট্র জানায়, তারা ইরানের ফোর্দো, নাটানজ ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। বিশেষ করে ফোর্দোতে ৬টি বাংকার-বাস্টার বোমা ফেলা হয়েছে, যা মাটির গভীরে ঢুকে বিস্ফোরণ ঘটায়। এছাড়া নাতানজ ও ইসফাহানেও ক্রুজ মিসাইল দিয়ে হামলা করে তারা। 

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ২৫ জন নিহত এবং কয়েক শতাধিক মানুষ আহত হয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় দেশটিতে এখন পর্যন্ত ৪৩০ জন নিহত এবং ৩,৫০০ জনের বেশি আহত হয়েছে। দেশজুড়ে হাসপাতালে জরুরি চিকিৎসা ব্যবস্থা চালু করা হয়েছে।  


 

Read Entire Article