জমজমাট লড়াইয়ের পর এশিয়া কাপের গ্রুপ পর্বের খেলা শেষে শুরু হয়েছে সুপার ফোরের ম্যাচ। এরই মধ্যে প্রথম ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সমর্থকদের অনেকেরই প্রশ্ন, এশিয়া কাপের দুই ফাইনালিস্ট কীভাবে নির্ধারণ করা হবে। সেই প্রশ্নের উত্তর অবশ্য আগেই ঠিক করে রেখেছে আয়োজকরা।
এবারের এশিয়া কাপের সুপার ফোরে ‘এ’ গ্রুপ থেকে উঠেছে ভারত আর পাকিস্তান। ‘বি’ গ্রুপ থেকে নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কা আর বাংলাদেশ। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, সুপার ফোরে চার দল একে অপরের বিপক্ষে খেলবে। অর্থাৎ প্রতি দল তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সুপার ফোরের চার দলের মধ্যে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল উঠবে ফাইনালে। ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে সেই ফাইনাল।
গ্রুপ পর্বের মতোই সুপার ফোরে প্রতিটি জয়ের জন্য দুই পয়েন্ট দেওয়া হবে। ম্যাচ পরিত্যক্ত হলে উভয় দল এক পয়েন্ট করে পাবে। আর হারলে স্বাভাবিকভাবেই কোনো পয়েন্ট নেই। নিয়ম অনুযায়ী, সব দলের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে খেলবে। পয়েন্ট সমান হলে নেট রান রেট দিয়ে দলের অবস্থান নির্ধারণ করা হবে।
এক নজরে সুপার ফোরের সূচি- ২১ সেপ্টেম্বর: ভারত-পাকিস্তান (দুবাই); ২৩ সেপ্টেম্বর: পাকিস্তান-শ্রীলঙ্কা (আবুধাবি); ২৪ সেপ্টেম্বর: বাংলাদেশ-ভারত (দুবাই); ২৫ সেপ্টেম্বর: বাংলাদেশ-পাকিস্তান (দুবাই); ২৬ সেপ্টেম্বর: ভারত-শ্রীলঙ্কা (দুবাই)