ইউসিবির ঋণ পরিশোধ করতে এনআরবিসিকে নির্দেশ

6 hours ago 8

ইউসিবি ব্যাংকের ঋণ খেলাপি মামলায় এনআরবিসি ব্যাংকের সাবেক নির্বাহী কমিটির চেয়ারম্যান আদনান ইমামকে আগামী ২ মাসের মধ্যে ৩০৫ কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকার পাঁচ নম্বর অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমানের আদালত এই আদেশ দেন। 

সংশ্লিষ্ট আদালতেরে পেশকার মো. ইমরুল বিষয়টি নিশ্চিত করেছেন। 

আদালতের নথি সূত্রে জানা গেছে, এ মামলার বিবাদীদের বিরুদ্ধে আদালত ডাকযোগে সমন ইস্যু করেন। পাশাপাশি বিবাদীদের নামে দৈনিক পত্রিকার মাধ্যমে সমন জারিও করা হয়। কিন্তু বিবাদীপক্ষ লিখিত জবাব দাখিল করেনি। এর ফলে এই মামলার প্রতিদ্বন্দ্বিতা করে নাই। তাই একতরফা শুনানি শেষে এ আদেশ দেন আদালত।

এর আগে গত ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি ৩০৫ কোটি ৬৫ লাখ ১২ হাজার ৫২২ টাকা আদায়ের জন্য এই মামলা দায়ের করে ইউসিবি ব্যাংক। মামলার বিবাদীরা হলেন- জেনেক্স ইনফোসিস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম, পরিচালক চৌধুরী ফজলে ইমাম,  সিইও এবং ভারপ্রাপ্ত এমডি শাহ জালাল উদ্দিন, পরিচালক নিলোফার ইমাম, ভাইস-চেয়ারম্যান এবং পরিচালক প্রিন্স মজুমদার ও ওরাকল সার্ভিসেস লিমিটেডের মনোনীত পরিচালক হাসান শহিদ সারওয়া।

Read Entire Article