ইএসকেএলের চুক্তি বাতিল

1 month ago 22

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট ও স্থানীয়দের ভিসা সেবা দানকারী বেসরকারি প্রতিষ্ঠান এক্সপার্ট সার্ভিসেস কোয়ালালামপুরের (ইএসকেএল) চুক্তি বাতিল করেছে সরকার। 

বাংলাদেশ হাইকমিশন থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

হাইকমিশনের দূতালয় প্রধান প্রণব ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২০২৩ সালের ২২ সেপ্টেম্বর কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে এক্সপার্ট সার্ভিসেসের যে চুক্তি স্বাক্ষরিত হয় তা বাতিল করা হলো।

চুক্তির ধারা ৮ (বি) অনুযায়ী চুক্তি বাতিলের তিন মাসের নোটিশ প্রদান করা হলো বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বাংলাদেশ সরকারের এ সিদ্ধান্ত চূড়ান্ত উল্লেখ করে আরও তথ্যের জন্য দূতাবাসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্যও বলা হয়।

Read Entire Article