ইট ভাটায় হাত-পা বাঁধা অবস্থায় পড়েছিলেন ছাত্রদল নেতা

10 hours ago 7

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার জাহাঙ্গীর আলম দিদার (৩০) নামের এক ছাত্রদল নেতাকে হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। সোমবার (২০ অক্টোবর) রাতে উপজেলার কেন্দুয়া-আঠারোবাড়ি সড়কের পাশে বড় কালিয়ান এলাকায় একটি ইটখলা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

জানা গেছে, জাহাঙ্গীর আলম গন্ডা ইউনিয়ন ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি। মরিচপুর এলাকার আজিজুল হকের ছেলে তিনি।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম সোমবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হন। এর কিছুক্ষণ পর তার মোবাইলফোন বন্ধ থাকায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে রাত ৯টার দিকে স্থানীয় লোকজন কেন্দুয়া- আঠারোবাড়ির সড়কের কালিয়ান এলাকায় একটি ইট ভাটায় হাত-পা ও চোখ মুখ বাঁধাসহ অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

জাহাঙ্গীর আলমের চাচাতো ভাই হাসান মিয়া মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১২টার দিকে বলেন, হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর গভীর রাতে জাহাঙ্গীরের জ্ঞান ফিরে। তিনি এখনো কথা বলতে পারছেন না। তবে কীভাবে এমন হলো তা তিনি এখনও বলতে পারছেন না। আমাদের ধারণা, গন্ডা ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছে। আমার ভাইয়ের বিপক্ষের কিছু লোক তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। তিনি পুরোপুরি সুস্থ হলে তার কাছ থেকে প্রকৃত ঘটনা জানা যাবে।

এ ব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এইচ এম কামাল/এমএস

Read Entire Article