ইতালির রোমে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মামুন মিয়া নামে এক প্রবাসী বাংলাদেশির যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৮ জুন) রাত সাড়ে ১২টায় দেশটির রাজধানী রোমের নিকটবর্তী শহর মনতানিয়োলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মামুন নরসিংদীর রায়পুর উপজেলার মহেশপুর ইউনিয়নের আলগী কুড়েরপার গ্রামে। তিনি ২০২১ সালে রোমানিয়া দিয়ে ইতালিতে আসেন।
জানা গেছে, প্রতিদিনের মতো মামুন তার কাজ শেষ করে রাতে বাসায় ফেরার পথে রোমের মনতানিয়োলা এলাকার বাদিয়া দ্য কাভা পার্কের পাশে ক্রিসটোফার কলম্বো সড়কের ৭১৪ নম্বর বাস স্ট্যান্ডে এলে কয়েকজন মরক্কোর নাগরিক তার পথ আটকায়। এ সময় মরোক্কিয়ান ছিনতাইকারীরা মামুনের সঙ্গে থাকা মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিতে চেষ্টা করলে মামুন বাধা দেয় এবং তাদের সঙ্গে হাতাহাতি হয়।
ছিনতাইকারীরা মামুনকে ছুরি দিয়ে তার পেটে আঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় মামুন বাসায় ফিরে যাবার চেষ্টা করে কিন্তু পথে অন্যান্য বাঙালিরা তার এ অবস্থা দেখে জরুরি স্বাস্থ্য সেবার নম্বরে ফোন করে। পরে অ্যাম্বুলেন্সে চিকিৎসা কর্মীরা এসে পরীক্ষা-নিরীক্ষা করে মামুনকে মৃত ঘোষণা করে।
রোমের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত রকিবুল হক বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা এ ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি।
তিনি আরও বলেন, মরদেহ দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলে সকল ধরনের সহায়তা করা হবে।
নরসিংদী জেলা সমিতি রোমের যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ূন সনি বলেন, আমরা এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে রোববার সন্ধ্যায় ঘটনাস্থল কাভা পার্কে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে মানববন্ধন করেছি। তার এ অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে।