বার্তা আদান-প্রদান কিংবা ছবি-অফিসের জরুরি ফাইল পাঠাতে হোয়াটসঅ্যাপ অ্যাপ ব্যবহার করছেন। আপনার আমার মতো কয়েকশ কোটি মানুষ প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে প্রতিদিন। প্রতিদিন গড়ে প্রায় ১০০ বিলিয়নের বেশি মেসেজ আদান-প্রদান হয় হোয়াটসঅ্যাপে।
অনেক সময় এমন হয় যে অফিস শেষ করে বাসায় গেছেন, বিশ্রাম নেওয়ার সুযোগ পাচ্ছেন না হোয়াটসঅ্যাপে মেসেজ আসছেই। কিংবা কোনো জরুরি মিটিংয়ে আছেন হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে মেসেজ আসছে। যা জরুরি সময়ে বিরক্তির কারণ। চাইলে মেসেজ আসা বন্ধ করতে পারেন। এজন্য ইন্টারনেট বন্ধ করতে হবে না।
ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন ফিচার এনে থাকে এই প্ল্যাটফর্ম। হোয়াটসঅ্যাপে এমন ফিচার আছে যা অন রাখলে এই সুবিধা পাবেন। ইন্টারনেট অন রেখে অন্য কাজ করতে পারবেন হোয়াটসঅ্যাপের মেসেজ আপনাকে বিরক্ত করবে না। আসুন জেনে নেওয়া যাক কীভাবে কাজটি করবেন-
>> প্রথমে নিজের ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন
>> উপরের তিনটে ডটে ক্লিক করুন
>> ‘ডাটা অ্যান্ড স্টোরেজ’ অপশনে
>> এখান থেকে বেছে নিন ‘প্রক্সি’ অপশন
>> ‘সেট আপ প্রক্সি’ অপশন অন করুন
>> সেখানে গিয়ে লিখুন ১.১.১.১
>> এবার ‘ওকে’ ক্লিক করুন।
আরও পড়ুন
সূত্র: সিনেট
কেএসকে/এমএস