রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্ত্বর এলাকায় চলন্ত মোটরসাইকেল আরোহীর মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় ছিনতাইকারীকে আটক ও মোবাইল উদ্ধার করলেন দ্বায়িত্বরত সার্জেন্ট নাজমুল ইসলাম। ছিনতাইকারীকে থানা-পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
রোববার (৩১ আগস্ট) বিকেলে ইসিবি গোল চত্ত্বর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীকে তার মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয়।
ঘটনার বিষয় জানতে চাইলে সার্জেন্ট নাজমুল জানান, রোববার বিকেল সোয়া ৫টার দিকে ইসিবি চত্ত্বরে যানজট নিয়ন্ত্রণে কাজ করছিলাম। একপর্যায়ে খেয়াল করলাম, এক কিশোর একটি চলন্ত মোটরসাইকেল আরোহীর হাতে থাকা মোবাইল টান দিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তাকে ধাওয়া দিয়ে হাতেনাতে আটক করি। এরপর ভুক্তভোগীর মোবাইল উদ্ধার করি। সেসময় ছিনতাইকারী আমাকে ধাক্কা দিয়ে আবারও পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পথচারীরা তাকে আটক করে থানা-পুলিশের হাতে সোপর্দ করেন।
টিটি/এসএএইচ