ইফতারে নিম্নমানের খবার, প্রভোস্টকে ঘিরে শিক্ষার্থীদের বিক্ষোভ

4 hours ago 3

ইফতারে নিম্নমানের খাবার দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলে হট্টগোলের ঘটনা ঘটেছে। এসময় হল প্রভোস্টকে ঘিরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বুধবার (১২ মার্চ) এ ঘটনা ঘটে।

জানা যায়, হলের মেস ‘রেনেসাঁর’ সামনে প্রভোস্ট অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপনকে ঘিরে ধরেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের হল প্রভোস্টকে ইঙ্গিত করে বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।

হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, এবারের ইফতারের মেন্যুতে পানি, জুস ও কোমল পানীয়ের ব্যবস্থা রাখা হয়নি। এছাড়া মেন্যুতে দেওয়া হয়নি কোনো ধরনের ফলমূলও। ভারী খাবার হিসেবে যে তেহারি পরিবেশন করা হয়েছে, সেটাও নিম্নমানের বলে অভিযোগ তাদের।

জানতে চাইলে স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন বলেন, কিছু শিক্ষার্থী এসে জানালেন তারা খাবার নিয়ে খুশি নন। আমরা আগের বছরগুলোতে রোজা আর পহেলা বৈশাখের খাবার একসঙ্গে দিতাম। এবার রোজার মধ্যে পহেলা বৈশাখ পড়ছে না। পহেলা বৈশাখে আলাদা খাবার দেবো। সেটা আরও ভালো হবে।

এএএইচ/কেএসআর

Read Entire Article