অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নসহ ৫ দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের শিক্ষা মন্ত্রনালয় অভিমুখী পদযাত্রা প্রেস ক্লাবের সামনে আটকে দিয়েছে পুলিশ। এদিকে, শিক্ষাভবন মোড়ে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাখা হয়েছে জলকামানও।
বুধবার (২২ অক্টোবর) দুপুর ১টার দিকে দেখা যায়, শিক্ষাভবন মোড় থেকে সচিবালয় অভিমুখী সড়কে বেরিকেড দিয়েছে পুলিশ। এ ছাড়া রাখা হয়েছে এপিসি ট্যাঙ্ক ও জলকামান।
পুলিশ সদস্য এবং শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে মুখোমুখি অবস্থান করছেন। সেখানেও অতিরিক্ত পুলিশ, জলকামান রাখা হয়েছে।
সড়কে শিক্ষকদের অবস্থানের কারণে পল্টন থেকে প্রেস ক্লাব অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
আরও পড়ুন:
প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ি শিক্ষকদের পদযাত্রা আটকে দিলো পুলিশ
শিক্ষকদের ৫ দফা দাবি হলো,
১. অনুদানভূক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা চলতি বছরের ২৮ জানুয়ারি সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়ন করতে হবে।
২. শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রেরিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে ১০৮৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের লক্ষ্যে যাচাই-বাছাইকৃত ফাইলসমূহ দ্রুত অনুমোদন করে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে।
৩. স্বীকৃতিপ্রাপ্ত অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থাকরণ করতে হবে।
৪. প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করতে হবে।
৫. প্রাথমিক বিদ্যালয়ের অধিদপ্তরের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন করতে হবে।
এনএস/এসএনআর/এএসএম

2 days ago
7









English (US) ·