‘ওয়ান্ডারফুল ডে’ কাটালো ৫০০ শিক্ষার্থী

2 hours ago 3

খেলাধুলা, কুইজ, চিত্রাঙ্কন ও ম্যাজিক শো দেখে একটি সুন্দর দিন কাটিয়েছে ৫০০ শিক্ষার্থী। শুক্রবার (২৪ অক্টোবর) ঢাকার শিল্পকলা একাডেমিতে এ আয়োজন করে প্রাণের কেক ব্র্যান্ড ওয়ান্ডার কেক। নতুন প্রজন্মের মধ্যে সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও ইতিবাচক চিন্তাভাবনা জাগ্রত করার লক্ষ্যে আয়োজিত এ উদ্যোগের নাম ছিল ‘ওয়ান্ডারফুল ডে’।

এই কর্মসূচির মাধ্যমে ঢাকা ডিভিশনের একশোটি স্কুল থেকে মোট ৫০০ জন শিক্ষার্থী অংশ নেয়। এ দিনের প্রাধান আকর্ষণ ছিল শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সেখানে অংশগ্রহণকারী সবার জন্য সার্টিফিকেট এবং সেরা ৫০ জন বিজয়ীর জন্য বিশেষ পুরস্কার ও ক্রেস্ট দেওয়া হয়েছে।

এর সঙ্গে বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ গেম, সৃজনশীল কুইজ ও ম্যাজিক শো চলে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত। প্রতিটি মেগা ইভেন্টেই ছিল নানা আকর্ষণীয় পুরস্কার ও ওয়ান্ডার কেক সামগ্রী।

ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষার্থী সামিরা জান্নাতের বাবা শামিম আহমেদ বলেন, এটি একটি অসাধারণ আয়োজন ছিল। দিনভর বাচ্চারা নানা মজা করেছে, অনেক কিছু শিখতে পেরেছে। এ ধরনের আয়োজনের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ।

‘ওয়ান্ডারফুল ডে’ কাটালো ৫০০ শিক্ষার্থী

ওয়ান্ডার কেকের অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার তামিম রুহুল বলেন, ঢাকার বিভিন্ন স্কুলের ৫ হাজার শিক্ষার্থীর চিত্রাঙ্কন থেকে আজকের আয়োজনে অংশ নেওয়া ৫০০ জন শিক্ষার্থীকে বাছাই করা হয়েছিল। এর কলেবর ভবিষ্যতে আরও বাড়বে।

তিনি বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো শিশুদের মানসিক বিকাশ, মনোযোগ বৃদ্ধি, সমস্যা সমাধানের দক্ষতা ও দলগত চেতনা গড়ে তোলা। যেখানে তারা খেলার মাধ্যমে শিখবে এবং শেখার মাধ্যমে বেড়ে উঠবে এক আনন্দময় পরিবেশে।

এ ইভেন্টে নেওয়া হয় সৃজনশীলতাভিত্তিক নানা কার্যক্রম, যা শিশুদের কল্পনাশক্তি জাগিয়ে তুলবে, দলগত অংশগ্রহণে উৎসাহিত করবে এবং ইতিবাচক শিক্ষার অভিজ্ঞতা দেবে।

অংশগ্রহণকারীদের উৎসাহ ও স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে সব অংশগ্রহণকারীকে অংশগ্রহণ সনদ দেওয়া হয়। পাশাপাশি নির্বাচিত বিদ্যালয় ও শিক্ষকদেরও শিশুদের মানসিক বিকাশে অবদানের জন্য সম্মাননা জানানো হয়।

এনএইচ/এএমএ/এএসএম

Read Entire Article