রাজধানীতে এনসিপির সমন্বয় সভায় দুই পক্ষের সংঘর্ষ, ছবি তুলতে বাধা

2 hours ago 2

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মাহানগর উত্তর ও দক্ষিণ এবং ঢাকা বিভাগীয় সমন্বয় সভা চলাকালে সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। এসময় ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেন এনসিপির নেতাকর্মীরা।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সমন্বয় সভা চলাকালে বাইরে এ সংঘর্ষ ঘটে। এতে ইউসুফ নামের বংশাল থানার এক নেতা আহত হয়েছেন। তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সরেজমিনে দেখা যায়, কনভেনশন সেন্টারের তৃতীয় তলায় সমন্বয় সভা চলছিল। এরই মধ্যে দ্বিতীয় তলায় দুই পক্ষ কয়েক দফা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

রাজধানীতে এনসিপির সমন্বয় সভায় দুই পক্ষের সংঘর্ষ, ছবি তুলতে বাধা

বংশাল থানা এনসিপির রাজনীতিতে সক্রিয় সৌরভ নামের একজন বলেন, ‘দুই মাস আগে আমরা ব্যবসার একটি কাজে মোহাম্মদপুর গিয়েছিলাম। আমাদের থানা এনসিপির নেতা ইমতিয়াজ ভাই আমাদের সঙ্গে ছিলেন। তখন মোহাম্মদপুর এনসিপির নেতা রিয়ান আমাদের থেকে দুই লাখ টাকা নেয়। এখন আর ফেরত দিচ্ছে না। এ বিষয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে আগেই জানিয়েছি আমরা।’

সৌরভ যোগ করেন, ‘আজ সমন্বয় সভায় তাকে (রিয়ান) দেখতে পেয়ে আমরা টাকা চাই। কিন্তু সে টাকা দিতে অস্বীকৃতি জানায়। কথা বলার একপর্যায়ে তারা আমাদের ওপর হামলা করে। আমরাও পাল্টা হামলা করি।’

তবে অনুষ্ঠান চলাকালে ৩০ মিনিট ধরে সংঘর্ষ চললেও এনসিপির কোনো কেন্দ্রীয় নেতাকে সেখানে দেখা যায়নি।

এনএস/একিউএফ/এএসএম

Read Entire Article