ইমরান মাহমুদের ছড়া: শৈশব

5 months ago 67

 

শৈশবের স্মৃতিগুলো
নিয়ে যায় অতীতে,
সময়ের রেলগাড়ি
ছুটে চলে গতিতে!

মন চায় ফিরে যাই
থেকে যাই সেখানে,
নিষ্পাপ মনগুলো
রয়ে গেছে যেখানে!

কারো ক্ষতি লোকসান
যেই মন বোঝে না,
কোনো কাজে স্বার্থ
সেই মন খোঁজে না।

সেথা শুধু দুষ্টুমি
আর ছিল বায়না,
সোনালি দিনগুলো
আর পাওয়া যায় না!

তবু খুঁজি চারিদিকে
দিনগুলো কই সব,
কত মন ডাকে তোকে
ফিরে আয় শৈশব!

ছড়াকার: শিক্ষার্থী, ডিগ্রি ২য় বর্ষ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর।

এসইউ/জিকেএস

Read Entire Article