ইরান-ইসরায়েল ইস্যুতে দ্বিধাবিভক্ত মার্কিনিরা

3 months ago 12

ইরান-ইসরায়েল ইস্যুতে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন মার্কিন ভোটাররা। ফক্স নিউজ পরিচালিত এক জরিপে এমনটি দেখা গেছে।

দ্য টাইমস অব ইসরায়েল জরিপটির সারসংক্ষেপ প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলার বিষয়ে মার্কিন ভোটাররা দ্বিধাগ্রস্ত। প্রায় অর্ধেক ৪৯ শতাংশ আক্রমণকে সমর্থন করেন এবং ৪৬ শতাংশ অসম্মতি জানান।

এই হামলাকে সমর্থন করার সম্ভাবনা রিপাবলিকানদের ক্ষেত্রে অনেক বেশি। ৭৩ শতাংশ রিপাবলিকান এই হামলার পক্ষে। যেখানে ডেমোক্র্যাট এবং স্বাধীন উভয়েরই ৩২ শতাংশ হামলার পক্ষে।

উত্তরদাতাদের অধিকাংশ অর্থাৎ ৭৩ শতাংশ বিশ্বাস করেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য হুমকি।

৫৯ শতাংশের অধিকাংশ বিশ্বাস করেন, ইরানের বিরুদ্ধে হামলা বিশ্বকে আরও বিপজ্জনক করে তুলবে। যেখানে ৩৬ শতাংশ মনে করেন, ইরানের বিরুদ্ধে চলমান আক্রমণ বিশ্বকে নিরাপদ করে তুলবে।

৮১ শতাংশ বলেছেন, মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা যুক্তরাষ্ট্রের টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ। ৫৩ শতাংশ অংশগ্রহণকারী ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য মার্কিন আর্থিক সহায়তা সমর্থন করেন।

জরিপে ১ হাজার ৩ জন নিবন্ধিত ভোটারের ওপর জরিপ করা হয়েছে। তারা স্বাধীনভাবে নিজেদের মনোভাব ব্যক্ত করেন। 

Read Entire Article